বিভিন্ন দেশের ‘আন্তর্জাতিক ডলার’বিবেচনায় নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দশ দেশের তালিকা প্রকাশ করেছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইন্যান্স। ম্যাগাজিনটি আন্তর্জাতিক মুদ্রা তহবি- আইএমএফ এর তথ্য ব্যবহার করেছে।
তালিকার দশম অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক। দেশটির মাথাপিছু আয় ৫৮ হাজার ৯৩২ ডলার। এটি বিশ্বের সুখী দেশের মধ্যে একটি। উচ্চশিক্ষা, কাজের সুযোগ বেশি থাকায় অনেক প্রবাসী বসবাস করে ডেনমার্কে।
ধনী দেশের তালিকায় নবম অবস্থানে রয়েছে হংকং। দেশটির মাথাপিছু আয় ৫৯ হাজার ৫২০ ডলার। এশিয়া মহাদেশে অবস্থিত এই দেশটি বিশ্ব বাণিজ্যের হাব ও এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্রের প্রবেশদ্বার হিসেবে স্বীকৃত।
বিশ্বের ধনী দেশের তালিকার অস্টম অবস্থানে আছে ব্রুনাই। দেশটির মাথাপিছু আয় ৬২ হাজার ৩৭১ ডলার। তেল ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এশিয়া মহাদেশের ছোট এই দেশটির সরকারি নাম হচ্ছে ব্রুনাই দারুসসালাম।
ধনী দেশের তালিকার সপ্তম অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় ৬৩ হাজার ৪১৬ ডলার। বিশ্বের সবচেয়ে বেশি বিলেনিয়ার থাকা সত্বেও মাথাপিছু আয়ের দিক দিয়ে ধনী দেশের কাতারের সপ্তম অবস্থানে রয়েছে আমেরিকা।
ধনী দেশের তালিকার ষষ্ঠ অবস্থানে আছে ইউরোপের দেশ নরওয়ে। দেশটির মাথাপিছু আয় ৬৫ হাজার ৮০০। বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে।
নোবেল শান্তি পুরষ্কার দেয়া হয় নরওয়ে থেকেই। ছবির মতো পরিস্কার পরিচ্ছন্ন একটি দেশ। দেশটির অপরাধ প্রবণতা কম এবং জীবন ধারনের জন্য খুবই নিরাপদ দেশ নরওয়ে।
ধনী দেশের তালিকার পঞ্চম অবস্থানে আছে ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৭২ হাজার ৮৭৪ কোটি ডলার। ঘড়ি, সাদা চকলেট, চাকু, প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ভারী শিল্পের জন্যও বিখ্যাত সুইজারল্যান্ড।
গ্লোবাল ফাইন্যান্স এর তালিকার চুতুর্থ অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধে দেশ কাতার। ২০ বছর ধরেই ধনী দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছিল কাতার। দেশটির মাথাপিছু আয় ৯৩ হাজার ৫০৮ ডলার।
ধনী দেশের তালিকার তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার। আয়ারল্যান্ডের লোকেরা খুবই ভদ্র, নম্র ও অতিথিপরায়ণ।
বিশ্বের ধনী দেশের তালিকার দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। বর্তমানে দেশটির মাথাপিছু আয় ৯৭ হাজার ৫৭ মার্কিন ডলার। সিঙ্গাপুরকে বলা জয় এশিয়ার অন্যতম করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেনের দেশ।
গ্লোবাল ফাইন্যান্সের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী দেশের শীর্ষে আছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। বর্তমানে দেশটির মাথাপিছু আয় ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার।
লুক্সেমবার্গকে ট্যাক্সের স্বর্গ দেশ বলা হয়। বিশ্বের বেশিরভাগ দেশে ব্যবসা করলে অনেক ট্যাক্স বা কর দিতে হয়, কিন্তু লুক্সেমবার্গে ঠিক উল্টো।
এজন্যই অনেক কোম্পানির সদর দপ্তর এই দেশে অবস্থিত। ছোট দেশ হলেও ১৪০টির বেশি ব্যাংক রয়েছে। ইউরোপের অর্থনৈতিক রাজধানীও বলা হয় লুক্সেবার্গকে।