সারি সারি নৌকা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছে, এটি রয়েল বার্জ বা রাজকীয় শোভাযাত্রা। কোনোটি দেখতে রাজহাঁসের মতো, আবার কোনোটা দেখতে ঈগলের মতো। দুই পাশে বৈঠা দিয়ে বেয়ে চলছেন হাজারো মাঝি-মাল্লা। ৫২টি বজরা…
মাইলফলক স্পর্শ করল নির্মাতা রাজের ‘ভিআইপি জামাই’
দর্শকদের ভালবাসায় সিক্ত হয়েছে হালের জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনীত ‘ভিআইপি জামাই’ নাটকটি। দর্শকদের ভালবাসায় মিলিয়ন ভিউ এর মাইলফলক অতিক্রম করেছে নাটকটি। মিজানুর রহমানের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন…