বিশ্বে নারী সুরক্ষার সবচেয়ে নিরাপদ শহর এর তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বজুড়ে বাড়ছে অপরাধের সংখ্যা। স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে হোক বা একা ঘুরতে যাওয়ার জন্য নিরাপদ ও সুরক্ষিত শহর বা সেফ সিটিই পছন্দ সিংহভাগ মানুষের।
ওই তালিকায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহরের নাম সামনে এসেছে ৷ সম্প্রতি অপরাধ ও নিরাপত্তা সূচকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় সর্বপ্রথম রয়েছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহর।
তথ্য বলছে, নিরাপত্তার জন্য ৮৮.২ ও অপরাধের জন্য ১১.৮ স্কোরসহ, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্সে এটি বসবাসযোগ্য শহর।
অপরাধের হার নগন্য
আবুধাবিতে অপরাধের হার নগন্য। ফলে গত কয়েক বছরে এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। আবু ধাবির পরে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে একই দেশের আজমান সিটি।
তালিকার তৃতীয় চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে কাতারের রাজধানী দোহা ও তাইওয়ানের রাজধানী তাইপে। আমিরাতের আরেক শহর দুবাই রয়েছে তালিকার পঞ্চম স্থানে আর একই দেশের রাস আল খাইমাহ রয়েছে ষষ্ঠ স্থানে।
এছাড়া বিশ্বে নারী সুরক্ষার সবচেয়ে নিরাপদ শহর সপ্তম স্থানে রয়েছে ওমানের রাজধানী মাস্কাট, নেদারল্যান্ডসের রাজধানী হেগ রয়েছে অষ্টম স্থানে। নবম স্থানে রয়েছে জার্মানির মিউনিখ শহর আর দশমে নরওয়ের ট্রনহাইম নগর।
একাদশ স্থানে সুইজারল্যান্ডের বের্ন, দ্বাদশ স্থানে রয়েছে নেদারল্যান্ডের গ্রোনিঙ্গেন, স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা ত্রয়োদশ, ক্রোয়েশিয়ার রাজধানী ও দেশটির বৃহত্তম শহর জাগরেব রয়েছে তালিকার চতুর্দশ স্থানে।
পঞ্চদশ স্থানে হংকং সিটি, ষোড়শ স্থানে নেদারল্যান্ডের আইন্দহোভেন, সপ্তদশ স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই, অষ্টাদশ স্থানে রয়েছে রোমানিয়ার ক্লুজ নাপোকা শহর৷