রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে লাখো মুসলিম ওমরাহ করতে সৌদি আরব যাত্রা করেন। এ সময় হজযাত্রীরা সাদা কাপড়ের বিশেষ পোশাক ইহরাম পরিধান করেন। ইরহাম হচ্ছে পবিত্রতা, ঐক্য ও একনিষ্ঠতার প্রতীক।
মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য দুই টুকরো সেলাইবিহীন কাপড় দিয়ে তৈরি এই সাদা পোশাক পরিধান করা ওমরাহ ও হজ্জের গুরুত্বপূর্ণ অংশ। হজের উদ্দেশ্যে সৌদি আসলেই ইরহাম পরতে হয়। এই ইরহাম নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের ফ্যাশন কমিশন পরিবেশবান্ধব হজ পালনের লক্ষ্যে ‘সাসটেইনেবল ইহরাম ইনিশিয়েটিভ’ চালু করেছে, যা ব্যবহৃত ইহরাম সংগ্রহ করে পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন টেকসই পোশাক তৈরি করবে।
এই উদ্যোগটি সৌদি ইনভেস্টমেন্ট রিসাইক্লিং কোম্পানি ও সৌদির পরিবেশবান্ধব ফ্যাশন প্রতিষ্ঠান তাদউইম-এর যৌথ প্রচেষ্টার ফল। টেক্সটাইল বর্জ্য কমানোর উদ্যোগ প্রতিবছর হজের জন্য বিপুল পরিমাণ ইহরাম তৈরি হয়, যা ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক টেক্সটাইল বর্জ্য সৃষ্টি করে। যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এই প্রসঙ্গে সৌদি ফ্যাশন কমিশনের সিইও বুরাক চাকমাক বলেন, ফ্যাশনের কথা বললেই প্রথমে ইহরামের কথা মাথায় আসে না, তবে হজের সময় এটি বিপুল পরিমাণে ব্যবহৃত হয়। এই উদ্যোগের আওতায় মিনায় ৩৩৬টি সংগ্রহ বিন স্থাপন করা হয়েছে, যেখানে ব্যবহৃত ইহরাম সংগ্রহ করে পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। সংগ্রহ করা ইহরামগুলো প্রথমে বাছাই, পরিষ্কার, কুচি-কুচি ও পুনরায় বুনে নতুন ইহরামে পরিণত করা হয়।
পুনর্ব্যবহৃত ইহরামের প্যাকেজিং এবং ব্যাগও রিসাইকেল করা তুলা দিয়ে তৈরি, যা পুরো প্রক্রিয়াকে পরিবেশবান্ধব করে তুলেছে বলে জানান তিনি।
তাদউইমের সিইও মুস্তাফা বুখারি জানান, বর্তমানে ইহরাম উৎপাদন সৌদি আরবের বাইরে হলেও ভবিষ্যতে দেশেই উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই পণ্য সম্পূর্ণ পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি, যা পুরো প্রক্রিয়াটিকে টেকসই করে তুলেছে।
বর্তমানে মদিনায় ৯৮ থেকে ১০০ রিয়ালে টেকসই ইহরাম পাওয়া যায়। নিকট ভবিষ্যতে এটি মক্কা, প্রধান বিমানবন্দর ও অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে বলেও জানান মুস্তাফা বুখারি।
এই প্রকল্পের জন্য সংগৃহীত ইহরামগুলো দুবাইতে কাঁচামালে রূপান্তরিত করা হয়েছিল, উৎপাদনের জন্য তুরস্কে পাঠানো হয়েছিল এবং তারপর সৌদি আরবে আনা হয়। কাপড়ের সঙ্গে যে প্যাকেজিং করা হয় সেগুলোও পরিবেশবান্ধব ব্যাগে করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন