দেশসেরা নায়ক শাকিব খানকে নিয়ে ভক্তদের জানার আগ্রহ সবসময়ই বেশি। তিনি কোথায় ঈদ করবেন, দেশে আছেন না বিদেশে, তা জানার আগ্রহও ভক্তদের আছে।
কিং খান এবার দেশেই ঈদ করছেন। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’। সেটি নিয়ে আপাতত ব্যস্ত।
তবে এই ব্যস্ততার ফাঁকেই ঈদ উপলক্ষে দুই ছেলে আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে দেখা করেন শাকিব। সন্তানদের সঙ্গে সাক্ষাতের আগে শাকিব খান ঈদের নামাজ আদায় করেন।
পরিবারের সঙ্গে ঈদের দিনটি কাটাতে সবাই পছন্দ করেন। ঢালিউড সুপারস্টার শাকিবও তার ব্যতিক্রম নয়। ঈদে দুই ছেলেকে নিয়ে মেতে ছিলেন তিনি।
এবারের ঈদ উদযাপনের বিষয়ে গণমাধ্যমকে শাকিব জানান, ঈদের দিন সকালে বারিধারার মসজিদে ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে মায়ের হাতে বানানো কয়েক পদের সেমাই নিয়ে ঈদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়।
এরপর খাওয়া হয় পছন্দের মোরগ-পোলাও। এরপর আসে দুই ছেলে। তাদের সঙ্গে খোশ গল্পে মেতে থাকি। দুই ছেলেকেই সময় দেই।
আব্রাহাম খান জয় সম্পর্কে শাকিব জানান, ‘আব্রাহাম তো বড় হচ্ছে। ওর কৌতূহল বেশি। নানা ধরনের প্রশ্ন করে। অনেক কিছু জানতে চায়। ওর সকল প্রশ্নের উত্তর দিতে আমারও বেশ ভালো লাগে। ঈদের দিন বাবা–ছেলের সুন্দর সময় কেটেছে।
ছোটো ছেলে শেহজাদ খান বীর সম্পর্কে শাকিব জানান, ‘শেহজাদ তো এখনো ছোটো। নিজের মতো করে খেলাধুলা করতে পছন্দ করে। ও গেমস বেশি পছন্দ করে আর গাড়ি চালায়। বীর যখন এসব করে, তখন আমি সঙ্গ দিয়ে থাকি। সময়টা দারুণ কাটে।’
আরো পড়ুন: এবার শাকিব খান এর যাত্রা বলিউডে
এবারের ঈদে তপু খান পরিচালিত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তার সাবেক স্ত্রী শবনম বুবলী।
চলে গেল পবিত্র ঈদুল ফিতর-২০২৩। আনন্দে মেতেছিল গোটা দেশ। এবারের ঈদে দেশের সিনেমাপ্রেমীরাও বেশ খুশি কারণ এবার ঈদে সারা দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটি লুফে নিয়েছে ভক্তরা।