
হে বঙ্গবন্ধু শেখ মুজিব
হে বঙ্গবন্ধু শেখ মুজিব
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলার উজ্জ্বল প্রদ্বীপ বহমান।
মুক্তির ত্রাতা হয় এসেছিলেন বাংলায়
উৎখাত করেছিলেন সকল অন্যায়।
নির্যাতিত, নিপীড়িত মানুষের সাথে
বন্ধু হয়ে সারা জীবন থেকেছেন পাশে।
যতদিন থাকবে স্বাধীন এই দেশ
আপনার কীর্তি হবে নাকো নিঃশেষ।
স্বর্ণাক্ষরে থাকবে লেখা বঙ্গবন্ধু নাম
দেশ দেশান্তরে বাড়ছে জাতির পিতার সুনাম।
জীবনভর বাঙালিরা গাইবে আপনার গান
গর্বিত হয়ে কৃতজ্ঞ জাতি জুড়াবে মনপ্রাণ।
পঁচাত্তরের ১৫ আগস্ট দিবাগত রাতের কথা
মনে পড়লে গাঁ শিউরে প্রাণে লাগে ব্যথা।
সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু যিনি
সারা বাংলায় চির অহংকার তিনি।
লেখক:মোশাররফ খাঁন, দুবাই প্রবাসী বাংলাদেশি।