সমাজের সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া হতদরিদ্র শিশুদের নিয়ে রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে “প্রথম আলো স্বপ্নের স্কুল”-এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ আয়োজনে সহযোগিতা করেছে ‘গোপালপুর গ্রাম পশ্চিম পাড়া প্রবাসী মানব কল্যাণ সংগঠন’সহ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

ইফতার মাহফিলে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এক দশকের বেশি সময় ধরে এই স্কুলে অক্লান্ত পরিশ্রম আর নিজের অর্থ ব্যয় করে বিনামূল্যে পাঠদান কর্মসূচি পরিচালনা করছেন সাইদুর রহমান (এমএ) ও তার স্ত্রী শিল্পী আক্তার (এমএ)।

স্কুলটির শিক্ষার্থীদের নিয়ে ইফতারে সামিল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
সামাজিক সংগঠন সেভিয়র ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন,
“হতদরিদ্র কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।” –মোহাম্মদ রবিউল্লাহ

তিনি আরও জানান,
“‘প্রথম আলো স্বপ্নের স্কুল’ হতদরিদ্র শিশুদের শিক্ষা দিয়ে নিরক্ষতা দূরীকরণে কাজ করছে। অর্থের অভাবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কথা তারা এই স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে যা প্রশংসার দাবি রাখে। ”-মোহাম্মদ রবিউল্লাহ
একই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর সোশ্যাল প্রোগ্রেস (এসএসপি) এর সাধারণ সম্পাদক বলেন,
“এ ধরনের মহতি উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশু কিশোররা যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে আগামীর আলোকিত সমাজ গঠন করতে পারে সে ব্যাপারে দেশে এবং দেশের বাহিরের সকলকে এগিয়ে আসতে হবে ।”-এফ এম মাঈন উদ্দিন

ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিনামূল্যের এই স্কুলের কার্যক্রম চালাতে দেশের বিত্তশালী ও প্রবাসীরা সহায়তা করে যাচ্ছেন। হত দরিদ্র কোমলমতি শিশুদের পাঠদান চলমান রাখতে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার আহবান জানান স্কুলটির কর্ণধার শিল্পী আক্তার।
‘প্রথম আলো স্বপ্নের স্কুলে’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোসাঃ শিল্পী আক্তার বলেন,
“২০১৫ সাল থেকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছি। এখানে দারোয়ান, রিক্সা চালক, ভ্যান চালক, আয়া-বুয়ার সন্তানরা বিনামূল্যে পড়াশোনা করতে পারছে।”-মোসাঃ শিল্পী আক্তার
“সকাল ৯ টা থেকে চার শিফটে প্রথম-তৃতীয় শ্রেণীর ৭০ জনের বেশি কোমলমতি শিশু এখানে পড়াশোনা করছে। কাজটি আমরা আনন্দের সাথেই করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে অতীতের মতো ভবিষ্যতেও দেশ-প্রবাসী দানশীলদের পাশে থাকার আহবান জানাই।” –মোসাঃ শিল্পী আক্তার
আলোকিত সমাজ বিনির্মাণের অংশীদার প্রথম আলো স্বপ্নের স্কুলের পাঠদানসহ অবকাঠামো পরিচালনায় সহযোগিতা করছেন ব্যবসায়ী রাজিব হাওলাদার, আওলাদ হোসাইন ও ফয়সাল।
এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দোর প্রতিষ্ঠাতা শুক্কুর আলী সিকদার, সমাজসেবী মুনিরা আরজুমন মুন্নি সহ আরো অনেকেই।