গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত বাংলা সিনেমা প্রিয়তমা। শাকিব খান অভিনীত সিনেমাটি মুক্তির পর প্রশংসায় ভাসছে।
সামাজিক মাধ্যমে চলছে শাকিব বন্দনা। কেউ বলছেন শাকিব খান একটা ইতিহাসের নাম। আবার কেউ বলছেন লিভিং লিজেন্ড।
নাহিদ নামে একজন ফেসবুকে “বাংলা সিনেমায় যা প্রথম” শিরোনামে লিখেছেন-
১. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শীর্ষ ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমার’ নায়ক- শাকিব খান।
২. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার নাম- শাকিব খান।
৩. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি টেবিল মানি পাওয়া সিনেমার নায়ক- শাকিব খান।
৪. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি সিনেমা হল পাওয়া তারকা- শাকিব খান।
৫. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি ঈদে মুক্তি পাওয়া সিনেমার নায়ক- শাকিব খান।
৬. ঈদ ফেস্টিভ্যালে সবচেয়ে বেশি হিট দেয়া তারকার নাম – শাকিব খান।
৭. এক ঈদে সর্বোচ্চ পাঁচটি সিনেমা মুক্তি পেয়ে পাঁচটিই হিট হওয়া প্রথম তারকার নাম- শাকিব খান।
৮. বিজ্ঞাপনে নায়কদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার নাম- শাকিব খান।
৯. বাংলাদেশি নায়ক হয়ে কলকাতায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা- শাকিব খান।
১০. ইউটিউবে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া সিনেমার (নিষ্পাপ মুন্না) নায়ক – শাকিব খান।
১১. সবচেয়ে বেশি ভিউজ পাওয়া সিনেমার গানের মালিক- শাকিব খান। (১০ মিলিয়ন ভিউজ পাওয়া গান আছে ১১০ টির বেশি)
১২. এক ঈদে টিভিতে সবচেয়ে বেশি সিনেমা চলার রেকর্ডের মালিক- শাকিব খান।
১৩. ওটিটিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া সিনেমা (প্রিয়তমা)’র নায়ক শাকিব খান।
১৪. আমেরিকার বঙ্গ সম্মেলনে প্রথম বাংলাদেশি ব্রান্ড এম্বাসেডর নায়ক- শাকিব খান
১৫. টানা ১৮ বছর একক রাজত্ব করা প্রথম তারকা- শাকিব খান।
এরকম অসংখ্য রেকর্ড আছে, যেগুলোতে ক্লাসের ফার্স্ট বয় ‘শাকিব খান‘। এমন অনেক রেকর্ড আছে, যেটা আর কারো পক্ষেই ভাঙা সম্ভব নয়।
প্রিয়তমা সিনেমায় শাকিব খান এর নায়িকা হিসেবে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল। এই সিনেমায় গান গেয়ে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করেছেন কণ্ঠশিল্পী বালাম।