বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। সারা দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক-এর বাড়িটিও নিশ্চয়ই খুবই বিলাসবহুল হবে এমন ধারণা করতেই পারেন।
তবে জানলে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় দু্ই রুমের বাড়িতে বসবাস করেন। শুনতে অবাক লাগলেও এটি সত্যি।
সম্প্রতি ধনকুবের মাস্কের সেই বাড়ির ছবি শেয়ার করেছেন তার জীবনী লেখক ওয়াল্টার আইজ্যাকসন।
ওয়াল্টার আইস্যাকসন-এর শেয়ার করা ছবি থেকেই জানা যায়, ছোট, কিন্তু বেশ ছিমছাম পরিচ্ছন্ন বাড়ি ইলন মাস্কের।
বসার ঘরে একটা কাঠের টেবিল, চেয়ারে ঝোলানো একটা জ্যাকেট। টেবিলের ওপর একটা স্পেস রকেটের মডেল, ব্যাস।
এমন ধনী ব্যক্তি এমন ছিমছাম বাহুল্য বর্জিত বাড়িতে থাকেন দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্যে।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পপতি ও বিনিয়োগকারী ইলন মাস্কের জীবনবৃত্তান্ত আপনাকে মুগ্ধ করবেই।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এলন মাস্কের জীবনী। ইতিমধ্যে অ্যামাজনে শুরু হয়েছে প্রি অর্ডার।
স্পেসএক্স, টেসলার সিইও ও মাইক্রো ব্লগিং টুইটারে মালিক ইলন মাস্ককে চেনেন না এমন মানুষ বর্তমান বিশ্বে খুঁজে পাওয়া ভার।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ইলন মাস্ক এর মোট সম্পদের পরিমাণ ২০৫ বিলিয়ন ডলার। যা অন্য ধনকুবেরদের চেয়ে অনেক বেশি।
ইলন মাস্ক খুব কম সময়ের মধ্যেই সাফল্যের শিখরে পৌঁছেছেন। যদিও, তার জীবন সংগ্রাম খুব একটা সহজ ছিল না।
বর্তমানে সফল হলেও জীবনে একাধিকবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে তাকে। দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে তিনি তার স্বপ্নকে সত্যি করে তুলেছেন।
একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তাকে। মাস্কের জীবনের এমন কিছু ঘটনা অনেকেরই কাছে অজানা।
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া , ফেন্সি প্যান্টস হোমস, জিকিউ ইন্ডিয়া, এমটি নিউজ