পেরুতে মিলল ৫,০০০ বছর পুরনো উচ্চ বংশীয় নারীর সমাধি

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৫,০০০ বছরের পুরনো এক নারীর সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। তিনি প্রাচীন ক্যারাল সভ্যতার অভিজাত বা উচ্চ বংশীয় পরিবারের সদস্য বলে জানান গবেষকরা। তাদের মতে, এই সভ্যতা শীর্ষস্থানীয় ব্যক্তিরা নারীদের খুবই গুরুত্ব দিতো, তারই ইঙ্গিত এই নারী সমাধি।

সমাধির পাশে ম্যাকাও পাখির ঠোঁটও পাওয়া যায়, ছবি: মেন’স জার্নাল

পেরুর রাজধানী লিমা থেকে ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তরে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত ক্যারাল সভ্যতা। এই সভ্যতার অ্যাসপেরো এলাকায় পাওয়া গেছে সমাধিটি। ক্যারাল সভ্যতা মিশরীয়, চীন ও সুমেরীয় সভ্যতার সমসাময়িক। অ্যাসপেরো এক সময় পৌরসভার ময়লার বাগাড় হিসেবে ব্যবহৃত হতো।

সম্প্রতি অ্যাসপেরোতে আবিষ্কৃত নারীর সমাধিস্থলে পাওয়া প্রাচীন নিদর্শন, ছবি: ম্যান’স জার্নাল

নারীর সমাধি প্রসঙ্গে প্রত্নতাত্ত্বিক ডেভিড পালোমিনো বলেন, এই সমাধি প্রত্নতত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ সংগ্রহ। কারণ এই নারী ছিলেন খুবই ক্ষমতাবান ও উচ্চ বংশীয়। তার মৃতদেহটি সুরক্ষিত পদার্থ দিয়ে মোড়ানো ছিল। এ ছাড়া তার চুল ও নখ সংরক্ষণেও ব্যবহৃত হয়েছে বিশেষ উপাদান। তার দেহে আামাজানের ম্যাকাও পাখির মতো নীল ও বাদামী পালকের আবরণ পাওয়া গেছে।

সমাধির পাশে পাওয়া শুকনো লাউয়ের আস্তো ঝুড়ি, ছবি: মেন’স জার্নাল

তাছাড়া সমাধিটি ফুলদানি ও লাউয়ে ঘিরে ছিল। টোকান পাখির ঠোঁটও ছিল সমাধির পাশে। এতেই তিনি অভিজাত একজন নারী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়। ওই সময় অভিজাত নারীদের এভাবেই সমাহিত করা হতো বলেও জানান ডেভিড পালোমিনো।

এই আবিষ্কার থেকে স্পষ্ট হয়, এই সভ্যতায় কেবল পুরুষরাই নয়, বরং নারীরাও সমান গুরুত্ব পেতো। মৃত্যুকালে ওই নারীর বয়স ২০-৩৫ বছর ছিল বলে জানান গবেষকরা। তবে তাকে ঠিক কত সালে সমাহিত করা হয়েছে সেটি নিশ্চিত নন তারা।

সূত্র: রয়টার্স, মেন’স জার্নাল ও জিও নিউজ