সিনেমা কোনও দেশ কালের বাধা মানে না। শুনতে অবাক হলেও এটাই সত্যি। পাকিস্তানের লাহোরের একটি কলেজে হওয়া এই ভাইরাল ভিডিও এখন সবার মোবাইলে ঘুরছে। ভারতীয় সিনেমার অন্য সেরা হিন্দি ছবি মুঘল-ই-আজম। বহু যুগ ধরে এই ছবি সকলের মন জয় করে নিয়েছে।
দেশটির লাহোরের একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ছবির দৃশ্যকে ফের একবার সকলের সামনে তুলে আনলেন। প্যার কিয়া তো ডরনা ক্যায়। এই গানের দৃশ্যে তারা মাতিয়ে দিলেন সকলকে।
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই ছবির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে আনারকলি এবং সেলিমের প্রেমের দৃশ্যটি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মধুবালার যে নাচ দেখে সকলে পাগল হয়ে গিয়েছিলেন সেই নাচের দৃশ্য এই ভিডিওটিকে আরও মোহময় করে তুলেছে। মনে করিয়ে দিয়েছে পুরনো দিনের কথাগুলিকে।
এরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনরা মন্তব্যের ঝড় বইয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, এই ছবি ফের প্রমাণ করল প্রেমই আসল কথা। অন্য একজন লিখেছেন, গানটি দেখার জন্য তিনি বারবার এই ভিডিওটি দেখবেন। আরেকজন লিখেছেন, আধুনিক যুগেও এই গান সকলের মন কেড়ে নিয়েছে।
এই প্রেমের কাহিনীটি সমগ্র ভারতে বিখ্যাত হয়েছিল। যেখানে প্রধান চরিত্রে ছিলেন দিলীপ কুমার এবং মধুবালা। তাদের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন পৃথীরাজ কাপুর। ছবিটির ডিরেক্টর ছিলেন কে আসিফ। ইতিহাসের সঙ্গে রোমান্সকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে সেখান থেকে এই ছবি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল।
ভারতীয় সিনেমার ইতিহাসে প্যার কিয়া তো ডরনা ক্যায়া গানে সকলকে মাতিয়ে দিয়েছিলেন অভিনেত্রী মধুবালা। এই গানটি গেয়েছিলেন আরেক সেরার সেরা গায়িকা লতা মঙ্গেশকর। প্রথমে ছবিটি সাদাকালোতে তৈরি হলেও পরে এটিকে রঙিন করে ফের একবার দর্শকদের সামনে নিয়ে আসা হয়েছিল। ফের একবার প্রমাণ হয়ে গেল সিনেমা কোনও দেশ কালের জন্য আটকে থাকে না। প্রতিটি মানুষের মন জয় করতে হলে আজও সেরা ছবিগুলিকেই বেছে নিয়েছেন সকলে। পাকিস্তানের মাটিতে ফের সেই ঘটনাই প্রমাণিত হল।
সূত্র: ইন্ডিয়া টুডে