দুই কারণে বন্ধ দুবাইয়ের বিনোদন কেন্দ্র

চলতি বছর তীব্র তাপদাহ ও সংস্কার কাজের জন্য আরব আমিরাতের দুবাইয়ে জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রগুলো বন্ধের কথা জানিয়ে কবে নাগাদ খুলবে, সেটার সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছে তারা। এ গুলো আপাতত বন্ধু হলেও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে।

এ জন্য যারা এখনও দুবাইয়ে অবস্থান করছেন অথচ নগরটির সেরা বিনোদন স্থানগুলো ঘুরে দেখেননি। তারা এখনই পরিদর্শন করে আসুন আকষর্ণীয় এই জায়গাগুলো। বৈচিত্র আর নান্দনিকতার জন্য দুবাইয়ের সেরা জায়গাগুলো দর্শক ও পর্যটক টানছে সারা বিশ্ব থেকে।

দুবাই ফাউন্টেন

পৃথিবীর সবচেয়ে বড় ফাউন্টেন হচ্ছে দুবাই ফাউন্টেন, ছবি: শাটারস্টক

সংস্কারের জন্য পাঁচ মাস বন্ধ থাকবে দুবাইয়ের আইকনিক দুবাই ফাউন্টেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণার আগে সর্বশেষ গত ১৯ এপ্রিল এটির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছেন লাখ লাখ মানুষ। এটির সংস্কার কাজ করবে মাস্টার ডেভেলপার ইমার। কাজ শুরু হবে আগামী মে মাসে। উন্নত প্রযুক্তি, কোরিওগ্রাফি, সাউন্ড ও লাইটিং সিস্টেম আরও আধুনিক করে ফাউন্টেন সবার জন্য উন্মুক্ত হবে আগামী অক্টোবরে।

দুবাই ফাউন্টেনের নকশা করেছে মার্কিন প্রতিষ্ঠান ওয়েট ডিজাইন। একই কোম্পানি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বেল্লাগিও ফাউন্টেন। আর দুবাই ফাউন্টেন তৈরি হয় ২০০৫ সালে এবং উদ্বোধন করা হয় ২০০৯ সালে।

গ্লোবাল ভিলেজ

আকর্ষণীয় থিম পার্ক গ্লোবাল ভিলেজ, ছবি: ভিজিট দুবাই

আগামী মাসের ১১ তারিখ থেকে বন্ধ রাখা হবে গ্লোবাল ভিলেজ। এখানে ১৭৫টি রাইড, গেমস, ২৫০টির বেশি ডাইনিং অপশন্সসহ বিশ্বমানের রেস্তরাঁর খাবারের স্বাদ উপভোগ করেন আগতরা।

এ ছাড়া পর্যটকরা অন্যান্য প্যাভিলিয়নে আরও জানতে পারেন বিশ্বের ৯০টি দেশের সংস্কৃতি সম্পর্কে। এর মধ্যে রয়েছে জর্ডান, ইরাক, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সবার জন্য এটি খুলে দেওয়া হবে আগামী ১৬ অক্টোবর থেকে। সপ্তাহে তিনদিন; রবি, মঙ্গল ও বৃহস্পতিবার খোলা থাকে এই বিনোদন কেন্দ্র।

দুবাই মিরাকল গার্ডেন

১৫০ মিলিয়ন ফুল আছে দুবাই মিরাকল গার্ডেনে, ছবি: গালফ নিউজ

বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান হচ্ছে দুবাই মিরাকল গার্ডেন। বিভিন্ন ধরনের ১৫০ মিলিয়ন ফুল রয়েছে এখানে। এই গার্ডেনের আয়তন ৭২ হাজার স্কয়ার মিটার। এরমধ্যে গিনেজের রেকর্ড বুকে নামও তালিকাভুক্ত করেছে গার্ডেনটি।

এটির ১৩তম মৌসুম শুরু হয়েছে গত বছরের অক্টোবর থেকে, শেষ হবে চলতি বছরের ১৫ জুন। প্রতিদিনের পাশাপাশি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতেও দর্শনার্থীদের জন্য খোলা থাকে মিরাকল গার্ডেন।

দুবাই গার্ডেন গ্লো

সন্ধ্যার পর আলো ঝলমল হয়ে  উঠে গার্ডেন গ্লো, ছবি: আরব নিউজ

গ্রীষ্মের কারণে বন্ধ রয়েছে গার্ডেন গ্লোর কার্যক্রম। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে বৃহৎ গ্লো ডার্ক পার্ক এটি। এর গ্লো দেখার সেরা সময় সূর্যাস্তের ঠিক আগে অর্থাৎ সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে। আর গোধূলির আলো যখন রাতের আঁধারে পরিণত হয়, তখন পার্কটি শিল্পক্ষেত্র থেকে রূপ নেয় ঝলমলে আলোর ফোরায়। এটি রবি থেকে শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

দুবাই সাফারি পার্ক

সাফারি পার্কে লেমুরকে (নিশারচর প্রাণি) খাবার দিচ্ছেন একজন নারী পর্যটক, ছবি: গালফ নিউজ

বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা প্রায় তিন হাজার প্রাণি রয়েছে দুবাই সাফারি পার্কে। পরিবেশবান্ধব এই পার্কটি পুরোপুরি সোলার এনার্জির (সৌর শক্তির) ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার প্রাণিদের বিশাল সমাহার রয়েছে এখানে। বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আগামী ১ জুনের পর্যন্ত টিকেট কাটার সুযোগ রয়েছে এটির ওয়েবসাইটে।

উল্লেখ্য, ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, চলমি মাসে (এপ্রিল) দেশটির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৯ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

অনুবাদ: চঞ্চল ঘোষ
সূত্র: গালফ নিউজ