মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত এলাকা তায়েফের নৈসর্গিক গ্রাম ‘আশ-শাফা’ ।‘তায়েফ’ সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মক্কা থেকে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে তায়েফ যেতে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উচু ‘তায়েফ’ শহরের পুরোটাই গড়ে উঠেছে পাহাড়ের ওপর। উচু স্থানে হওয়ায় আবহাওয়াও বেশ ঠান্ডা। মক্কায় যখন ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তখন তায়েফের তাপমাত্রা মাত্র ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস।
তায়েফে ‘আশ-শাফা’ নামে নৈসর্গিক এক গ্রাম রয়েছে। ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি আশ-শাফা চমৎকার সাজানো-গোছানো গ্রাম। আশ-শাফার অসাধারণ ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ স্থানীয় ও ভ্রমণকারীদের খুবই প্রিয়।
সারওয়াত পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত আশ-শাফার বাস্তুতন্ত্র, উপত্যকা ও প্রাণবন্ত সবুজের আলোকবর্তিকা প্রাকৃতির সৌন্দর্যের এক অনন্য ঐকতান। প্রশান্তির এই আশ্রয়স্থল প্রতিনিয়ত দর্শনার্থী ও পর্যটকদের ওপর তার মন্ত্র ছড়িয়ে দেয়, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ভ্রমণপিপাসুদের অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয়। প্রকৃতির প্রেমে যারা নিজেদেরকে নিমজ্জিত করতে চায়, তাদের জন্য আশ-শাফা একটি আদর্শ গ্রাম।
পর্যটন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি আশ-শাফা সৌদি আরবের অপার সম্ভাবনা, বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদ ও মনোমুগ্ধকর সৌন্দর্যকে প্রদর্শন করে যাচ্ছে। এটি দর্শনার্থী, পর্যটক ও বিনিয়োগকারীদের একইভাবে বিমোহিত করার জন্য প্রস্তুত।
বৈচিত্র্যময় ভূ-সংস্থান, পর্বত, সুশোভিত ঝরনাধারা, পাহাড়ি মেঘ পর্যটকদের এখানে আসার হাতছানি দেয় প্রতিনিয়ত। তাছাড়া ধারাবাহিকভাবে সারা বছরই সহনীয় তাপমাত্রা দিয়ে সৌদি আরবের পার্বত্য অঞ্চলকে উর্বর রেখে যাচ্ছে আশ-শাফা।
আশ-শাফা ছাড়াও রবি শস্য ও নানা ফল-ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙ্গুর, কমলা, আনার মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর বিখ্যাত। এছাড়া তায়েফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় ৩০ ভাগ পূরণ করে।
অনুবাদ: মোহাম্মদ রবিউল্লাহ
তথ্যসূত্র: সৌদি গ্যাজেট