অফ বিটফিচার

জুস পেয়ে স্মার্টফোন ফেরত দিল বানর

দুষ্ট বানরের কারণে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়েন পথচারীরা। নানাবিধ দুষ্টামির জন্য ভারতের উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনের এই আদি প্রাণি বিশ্বজুড়েই খ্যাত।

এবার ফোন ছিনিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বানর। যদিও আমের জুসের প্যাকেট পেয়ে পরে তা ফিরিয়ে দেয় সে।

মথুরা-বৃন্দাবনে ভ্রমণে যাওয়া অপরিচিত পর্যটকদের বিভিন্ন জিনিস ছুঁ মেরে নিয়ে যায় বহু বানর। অবশ্য বিনিময়ে খাবার দিলে তা ফিরিয়ে দেয় বানরের দল।

এরা চশমা থেকে শুরু করে পার্স পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। এবার এক ব্যক্তির স্যামসাং এস২৫ আল্ট্রা স্মার্টফোন ছিনিয়ে নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে একটি বানর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার পর একটি বাড়ির বেলকনিতে বসে বানরটি।

ফোনটি ফেরত পেতে প্রাণিটিকে খাবারের প্রলোভন দেয় কয়েকজন। তবে কিছুতেই রাজি হচ্ছিল না বানরটি।

পরে আমের জুসের একটি প্যাকেট পেয়ে সঙ্গে সঙ্গে ফেরত দেয় দুষ্ট বানর। এরপরই নেটিজেনরা বলতে থাকেন মূলত ফোনের বিনিময়ে আমের জুসের প্যাকেট পাওয়ার জন্য এতো সময় নিচ্ছিল সে।

ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা ছিল-বৃন্দাবনের এক বানর স্যামসাং এস২৫ আল্ট্রা ফোন নিয়ে গেছে। এরপর নানা প্রতিক্রিয়া দেন নেটিজেনরা। বানরের চালাকির প্রশংসাও করেন অনেকে।

একজন নেটিজেন লেখেন- প্রাণিটি উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করেছে। আরেকজন লেখেন-সে জানে কিভাবে দেন দরবার করতে হয়।

সূত্র: এনডিটিভি ও দ্য ফ্রি প্রেস জার্নাল

Leave a Reply