হুট করে একদিন নিখোঁজ হবো।
বেলা কি অবেলায় হারিয়ে যাবো।
জানি কেউ খুজবে না কোথায় আছি
অনলাইন অফলাইন নাকি মাটির কাছাকাছি।
কবে কাকে কাঁদিয়েছি হাসিয়েছি
কবে শেষ স্ট্যাটাস দিয়েছি।
কেউ তা খুঁজতে আসবে না
কেউ আর আমাকে নিয়ে ভাববে না।
না পেয়ে ভোরের কাগজে দিবে না বিজ্ঞাপন
সন্ধান চাই, বলে জারি হবে না প্রজ্ঞাপন।
বড়জোর কেউ খুঁজবে বটে মানুষটা কোথায়
ততদিনে পৃথিবীর নিবন্ধন হারাবে যথায় তথায়।
একদিন আমি সত্যি নিখোঁজ হবো
হাওয়ার মতো দমকা প্রলয়ে হারিয়ে যাবো।
ক্ষুদ্র জীবনে এতোটুকু দুঃখ যদি দেই অকারণ
তোমাদের মহৎপ্রাণের ক্ষমায় দিও মুক্তি নিবারন।
তুচ্ছ প্রাণের খোরাক মিটাতে কত ছিলো আয়োজন
চলার পথে শত্রু মিত্র বান্ধব কত না প্রিয়জন।
আমি হারিয়ে গেলে কার বা কি হবে ক্ষতি
থামবে কি ঘড়ির কাঁটা স্তব্ধ হবে কি বসুমতী।
না আমার অনুপস্থিতিতে সময় থামবে না
চাঁদ তারা সূর্য আকাশ থেকে নামবে না।
জগতের কারো সান্নিধ্য পাবো না অন্তিমক্ষণে
রেখে যাওয়া শূন্যস্থান পূর্ণ হবে নতুনের আগমনে।
ডাকবে না কেউ প্রয়োজনে অপ্রয়োজনে
কিছু কাল বয়ে গেলে থাকবো না কারো মনে।
তাই যদি হয় তবে জীবনের জন্য কেন মোহ তারনা
মিছে মায়ায় ডুবে থেকে নিজের সাথে প্রতারণা।
কলমে: রেবেকা ইয়াসমিন,
ছড়াকার, সাহিত্যিক ও লেখক