বিশ্ব ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল এর ১৬তম আসর চলছে। প্রায় দুই মাসব্যাপী টুর্নামেন্টটিতে দলগুলোকে দর্শকের পাশাপাশি সমর্থন দিয়ে থাকেন চিয়ারলিডাররাও। মাঠের ধারে নেচে নিজেদের দলকে সমর্থন করে থাকেন তারা।
চিয়ারলিডাররা রঙিন পোশাক পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের প্রত্যেক চার-ছক্কা কিংবা বোলারদের উইকেট নিলেই নাচতে দেখা যায় তাদের।
অনেকের মনেই প্রশ্ন জাগে আইপিএলে কত টাকা করে বেতন পান চিয়ারলিডাররা? কোন দলই বা সব থেকে বেশি টাকা দেয় তাদের? এমন প্রশ্নের উত্তর জানা গেল এবার।
জানা যায়, চিয়ারলিডাররা ম্যাচ প্রতি টাকা পেয়ে থাকেন। এ ছাড়া দল জিতলে আলাদা করে বোনাস দেয়া হয় তাদের। দেখে নেওয়া যাক কোন দল কত টাকা দেয় চিয়ারলিডারদেরকে।
কলকাতা নাইট রাইডার্স:
আইপিএলে চিয়ারলিডারদের সব থেকে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য এই দল থেকে চিয়ারলিডাররা প্রায় ৩২ হাজার টাকা করে পান নিতিশ রানার দল থেকে।
মুম্বাই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মাদের দল মুম্বাই ইন্ডিয়ান্স চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ২৬ হাজার টাকা করে পান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু:
বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর’র চিয়ারলিডাররাও মুম্বাইয়ের মতোই ২৬ হাজার টাকা করে প্রতি ম্যচে পান।
রাজস্থান রয়্যালস:
দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থানের চিয়ারলিডাররা ১৯ হাজার টাকা করে পান।
লক্ষনৌ সুপার জায়ান্টস:
আইপিএলে মাত্র দ্বিতীয় মৌসুম খেলছে লক্ষনৌ। এই দলের চিয়ারলিডাররাও ম্যাচ পিছু ১৯ হাজার টাকা করে পান।
পাঞ্জাব কিংস:
শিখর ধাওয়ানের দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১৬ হাজার টাকা করে পান।
চেন্নাই সুপার কিংস:
প্রতি ম্যাচের জন্য মহেন্দ্র সিংহ ধোনিদের দলের চিয়ারলিডারদের বেতন ১৬ হাজার টাকা।
দিল্লি ক্যাপিটালস:
পাঞ্জাব, চেন্নাইয়ের মতো দিল্লিও তাদের চিয়ারলিডারদের। ম্যাচ প্রতি ১৬ হাজার টাকা করে দেয় ডেভিড ওয়ার্নার
সানরাইজার্স হায়দরাবাদ:
দক্ষিণের এই দলের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য ১৬ হাজার টাকা করে পান। এইডেন মাক্রাম দলও চেন্নাই, দিল্লি ও পাঞ্জাবের মতোই ১৬ হাজার করে দিয়ে থাকে।
গুজরাট টাইটান্স:
গত বারের চ্যাম্পিয়ন। হার্দিক পান্ডিয়াদের দল গুজরাট টাইটান্স এর চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১৬ হাজার টাকা করে পান। অন্য দলের মতো এই দলও একই পরিমাণ দেন।
পমপম হাতে নিয়ে খেলার মাঠে উদ্দাম ছড়ানো যুবতীরা কি পরিমাণ অর্থ পান তা ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে জানা গেছে। পমপম চিয়ারলিডাররা সর্বনিম্ন ১৬ হাজার আর সর্বোচ্চ ৩২ টাকা পান।