প্রকৃতিতে চলছে শরৎকাল। শরতের স্নিগ্ধ সন্ধ্যায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও বিশ্লেষকদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে ২২ ইন্দিরা রোডস্থ দৈনিক অন্যধারা, দৈনিক আলোকিত প্রতিদিনের অফিস।
২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার অন্যধারা সাহিত্য সংসদ ’র আয়োজনে এক জমপেশ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার মধ্যমনি ছিলেন একাধারে কবি সাহিত্যিক ও নারী উদ্যেক্তা সাহানা সুলতানা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি তন্ময় হারিস।
কবি ও সম্পাদক সৈয়দ রনোর উপস্থাপনায় এক কাব্যিক অন্যধারাময় আয়োজনে কবি সাহানা সুলতানা স্বরচিত ৭ টি কবিতা পাঠ করেন। অন্যান্য অনেক কবি তাদের স্বকন্ঠে স্বরচিত কবিতা পাঠ ও গান পরিবেশন করেন।
প্রধান অতিথি কবি ড. মাহবুব হাসান ও প্রধান আলোচক কবি সরকার মাহবুব সাহানা সুলতানার কবিতার বিশ্লেষণ করেন। একই সঙ্গে তারা বিভিন্ন পর্যালোচনামূলক দিক নির্দেশনা দেন।
এছাড়া নির্বাহী সম্পাদক কবি শাওন আসগরও অনুষ্ঠানে গঠনমূলক নানা আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছেন কবি সাহানা সুলতানা।
অনুষ্ঠান শেষে কবি সাহানা সুলতানাকে কাব্যাঙ্গনের স্মৃতির ফ্রেমে চিরস্মরণীয় করে রাখার জন্য স্মারকপত্র প্রদান করা হয়।
কবি সাহানা সুলতানার বক্তব্যে জানা যায়, সকলের উপস্থিতিতে আড্ডাটি বেশ জমজমাট, প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে। সাহিত্য জগতে এমন আড্ডা কবিদের অনুপ্রাণিত করবে বলেও তিনি জানান।