
সেরাদের সেরা হিসেবে সাকিবের বিশ্ব রেকর্ড
বিশ্ব ক্রিকেটের এক সমাদৃত নাম সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনায় এসেছেন এই টাইগার ক্রিকেটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যক্তি হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের অনন্য রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বে ইতিহাস রচনা করেছেন তিনি।
গত ৩ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে ৬৮ রান নিয়ে অপরাজিত থেকে ডাবল রেকর্ডবুকে নিজের নাম লেখান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের ডাবল রেকডের নিকটবর্তী ছিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
হাফিজের দখলে ছিল সাকিবের চেয়ে বেশি রান। তিনি করেছেন ২৫১৪ রান। উইকেট ৬১টি ছিল হাফিজের ঝুলিতে।
এ বছরের শুরুতেই অবসর নিয়েছেন হাফিজ তাই সাকিবকে ছোঁয়ার ধারের কাছেও নেই এই পাকিস্তান ক্রিকেটার।প
সাকিব ও হাফিজ ছাড়াও আরো পাঁচ জন টি-টোয়েন্টিতে ১ হাজার রান স্পর্শ করেছিলেন।
তারা হলেন কেভিন ও’ব্রায়েন, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী ও থিসারা পেরেরা এই পাঁচজনের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তবে তাদের ঝুলিতে ছিল ৫০ উইকেট।
আফ্রিদি, ব্রাভো ও পেরেরাও অবসর নিয়েছেন, ও’ব্রায়েন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে। সাকিবকে টপকাতে পারবে না তারা।
অন্যদিকে বর্তমানে শুধু খেলছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এ আফগানের রান ১৬২৮, উইকেট ৭৬টি। তিনিও সহসাই সাকিবকে ধরতে পারছেন না।
আন্তর্জাতিক টি- ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবেও সাকিব আল হাসান সবার শীর্ষে অবস্থান করছেন যা রীতিমতো বিশ্ব ক্রিকেটকে হতবাক করে দিয়েছে।