যে পাঁচ দেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বে সবচেয়ে বেশি পড়াশোনা করে

বিশ্বের সবচেয়ে বেশি পড়াশোনা করে এমন শিক্ষার্থীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে বৈশ্বিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিকস। ব্রিটেন ও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো সবার শীর্ষে থাকলেও এই তালিকা এশিয়ার কয়েকটি দেশ এগিয়ে আছে।

সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক সংস্থার এই তালিকায় যে দেশগুলো এগিয়ে আছে সেসব দেশগুলোকে সাধারণত ইউরোপ ও পশ্চিমা দেশগুলো বিশেষভাবে গুরুত্ব দেয় না।

বিশ্বের শীর্ষ পাঁচটি পড়াশোনা করে এমন দেশের বিস্তারিত তুলে ধরা হলো জার্নালস মনিটরের পাঠকদের জন্য।

তালিকায় প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। ভারতের শিক্ষার্থীরা পড়াশোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ভারতের তুলনায় পড়াশোনার সময়ে পিছিয়ে রয়েছে চীনও।

ভারতের শিক্ষার্থীরা গড়ে প্রতিদিন ১০ ঘন্টা ৪২ মিনিট পড়াশোনায় ব্যয় করে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। থাই শিক্ষার্থীরা প্রতিদিন প্রায় ৯ ঘন্টা ২৪ মিনিট পড়াশোনায় ব্যয় করে থাকে।

পড়াশোনার দিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীন। দেশটির শিক্ষার্থীরা প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা পড়াশোনা করে। চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইন। দেশটির শিক্ষার্থীরা প্রতিদিন গড়ে ৭ ঘন্টা ৩৬ মিনিট পড়াশোনা করে বলে স্ট্যাটি।

আর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মিশর। মিশরীয়রা পড়াশোনার বিষয়ে অত্যন্ত সচেতন। অন্যান্য উপসাগরীয় দেশগুলোর তুলনায় মুসলিম প্রধান এই দেশের শিক্ষার্থীরা প্রতিদিন গড়ে ৭.৩০ ঘণ্টা পড়াশোনার পেছনে ব্যয় করে বলে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যানে উঠে এসেছে।