
মুক্তি
মুক্তি
আজ ইতিহাস স্বাক্ষী
স্বাক্ষী গোটা জাতি
তুমি আছো বলেই
মুক্তি পেয়েছে দক্ষিণের অর্থনীতি।
তুমি মাতৃতল্য, তুমি মহীয়সী
দেবতুল্য পিতার যোগ্য উত্তরসুরী
আজ ইতিহাস স্বাক্ষী।
ক্ষুধিতের মুখে দিয়ে অন্ন
এ জাতিকে করেছো ধন্য
তুমি মাতৃতুল্য, তুমি মহীয়সী।
আজ ইতিহাস স্বাক্ষী
জয় হোক বাঙ্গালির
হার না মানা জাতি!
তুমি আছো বলেই
মুক্তি পেয়েছে অর্থনীতি।
তুমি বাঙ্গালির স্বপ্ন
তুমি বাঙ্গালির আশা
তাই ছোট্ট ছেলেটি হেসে বলে
জয় বাংলা।।
কলমে: পদ্মরাজ
Just outstanding