বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালা মাউন্ট এভারেস্টে ওঠার খরচ বাড়ছে। আগামী সেপ্টেম্বর থেকেই প্রায় ৩৫ শতাংশ বাড়ছে এটিতে উঠার ফি। নেপাল সরকার মাউন্ট এভারেস্টে ওঠার পারমিট ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন এভারেস্টে উঠতে পারমিট ফি লাগত ১১ হাজার মার্কিন ডলার। আগামী সেপ্টেম্বর থেকে যা বেড়ে হবে ১৫ হাজার মার্কিন ডলার।
২৯ হাজার ৩২ ফুট উঁচু মাউন্ট এভারেস্টে ওঠার জন্য নেপাল সরকার প্রতি বছর সর্বোচ্চ ৩০০ পর্বতারোহীকে অনুমোদন দেয়। নেপাল পর্যটন দপ্তরের পক্ষে জানানো হয়েছে প্রায় এক দশক পর এই পারমিট ফি বাড়ানো হচ্ছে। নেপাল পর্যটন দপ্তর জানিয়েছে, ‘এপ্রিল–মে থেকেই আবেদন জমা নেওয়া শুরু হবে। নতুন হারে দিতে হবে পারমিট ফি।’
সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই এভারেস্ট অভিযানে যেতে চান পর্বতারোহীরা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির সময়টা সাধারণত এড়িয়ে চলা হয়। বিশ্বের উচ্চতম ৮টি পর্বতমালা রয়েছে নেপালে। তার মধ্যে অন্যতম মাউন্ট এভারেস্ট। প্রতি বছর বহু পর্বতারোহী নেপালে আসেন।
দেশটির পর্যটন দপ্তরের মূল আয় আসে মাউন্ড এভারেস্টের পারমিট ফি থেকে। যা এবার বাড়ানো হচ্ছে। শুধু এভারেস্ট নয়, নেপালের সব পর্বতে ওঠার পারমিট ফিও বাড়ানো হবে বলে জানা গেছে। তবে অতিরিক্ত অর্থ কোন খাতে ব্যয় হবে তা নিয়ে কিছু জানানো হয়নি।
নেপাল সরকারের এমন সিদ্ধান্তের ফলে পর্বতারোহীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। আবার অনেকে মনে করছেন এক দশক পর এভারেস্টে উঠার ফি বাড়ানো অযৌক্তিক কোনো বিষয় নয়। এতে পর্বত প্রেমিদের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: স্কাই নিউজ, বিবিসি ও সিএনএন