
মঙ্গলে বসতি গড়ার দৌড়ে এগিয়ে বাংলাদেশি রোভার দল
ভবিষ্যতে মঙ্গল গ্রহের বুকে মানববসতি গড়ে তোলার জন্য গবেষণা করছেন বিজ্ঞানীরা।
আর মঙ্গলপৃষ্ঠে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ যাচাইয়ে দরকার আধুনিক রোভার। এজন্য দিন-রাত কাজ করে চলেছেন নানা দেশের বড় বড় বিজ্ঞানীরা।
এ রকম রোভার তৈরির চ্যালেঞ্জ নিয়েই একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি।
‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ’ (ইউআরসি) নামের এ প্রতিযোগিতায় দুই ধাপের বাছাইপর্ব শেষে পৃথিবীর ১০টি দেশের ৩৬টি দল ফাইনালের জন্য উত্তীর্ণ হয়।
এর মধ্যে বাংলাদেশ থেকেই সুযোগ পায় ৫টি দল। ১ থেকে ৪ জুন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিল শহরের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান হয়।
যেখানে বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দল ইউআইইউ মার্স রোভার টিম সামগ্রিকভাবে ১৩তম ও এশিয়ার মধ্যে সর্বোচ্চ স্কোর করে।
মাটি পরীক্ষা করে জীবনের অস্তিত্ব খোঁজা, বিভিন্ন সুইচ অন–অফ করা, স্ক্রু টাইট করা, ড্রয়ার খোলা ও বন্ধ করা, কঠিন পরিস্থিতিতে স্বয়ংক্রিয় চলাচল ইত্যাদি।
সব কটি বাধাই সফলভাবে অতিক্রম করেছে ইউআইইউ মার্স রোভার দল। আর এতে পুরস্কার জিতে নিয়েছে দলটি।