
বিয়ে হয়ে গেছে আন্তরিকতার
বিয়ে হয়ে গেছে আন্তরিকতার
আন্তরিকতার বিয়ে হয়ে গেছে
স্বার্থপরতার সাথে।
সে এখন স্বামীর ঘরে,
তাইতো তাকে এখন আর
খুঁজলে পাওয়া ই যায় না
আগের মতো করে।
আগে তাকে পেতাম বন্ধুদের মাঝে
বিপদের গন্ধে দৌড়ে, একজন
আরেকজনের প্লেটের খাবার খেতাম
কাড়া কাড়ি করে আনন্দময়,
হাসি মাখা দুষ্টুমির ছলে।
পেতাম আত্মীয়তার ঘরে
কেউ বিপদগামী হলে
পেতাম অফিসের কলিগের চায়ের কাপে।
পেতাম মায়ের কাজে
সাহায্য কারিণী খালাটির
সময়ের ফাঁকে ফাঁকে জোড় করে ধরে
মাথায় বিলি কেটে কেটে তেল দিয়ে দেয়াতে।
পেতাম ভিক্কুক বুড়িমাকে তৃপ্তি মিটিয়ে
ভাত খাওয়ানোর মাঝে
মাথায় হাত বুলিয়ে দেয়া তার স্পর্শে।
পেতাম স্কুল ছুটির পর ঝাল মুড়ি
আর আইসক্রিম খাওয়াতে
পয়সা ভাগা ভাগী করে।
পাশের বাড়ীর অসুস্থ চাচার
হাঁপানির কাশি দেখে ডাক্তার ডাকাতে
পাশের ফ্লাটের ভাবীর গুছানো ঘর
এলো মেলো করে দিয়েও
গালে পেতাম চুমুর বাহার।
গানের গুরুর গিটারের তার
ছিঁড়ে ফেলায় ভয়ে আঁটসাঁট
মৃদু হেসে বলতো
‘ভয় পাসনে ও কিছু না’।
আরো ইত্যাদি পেতাম সবারি মাঝে
সব স্থলবেষ্টিত কর্ম কাজে।
কিন্ত এখন আর খুঁজে পাই না
আন্তরিকতাকে…………………
সে এখন ঘর করছে বিয়ে করেছে
স্বার্থপর কে………
তাইতো এখন আর খুঁজি না
কারণ
সে নিজেও স্বার্থপর হয়ে যাচ্ছে …।
কলমে: ফারজানা ফায়েজ
কলমে: ফারজানা ফায়েজ