
বিশ্ব কবির ইন্দ্রপাত তবুও…
বিশ্ব কবির ইন্দ্রপাত তবুও…!
হে কবি!
হারানোর বেদনা কতটুকু বুঝি!
তবুও তুমি যা দান করেছো
তা বহনের শক্তি- সামর্থ নেই !
তোমার লেখনির প্রতিটি আঁচড়
তোমার কাব্যিক ভাষা
তোমার গীতিমাল্য সুরের মূর্ছনা
নতুন-নতুন মূহুর্তের অবিশ্বাস্য উপহার।
বিশ্ব চরাচর এখনো তোমার শব্দহীন
আওয়াজের প্রতিধ্বনি শুনতে পায়
তোমার প্রতিভার শ্রম সার্থক প্রয়াস
যা আজও সমান জনপ্রিয়।
সেই তের কিংবা ঊনিশের হাতের
ঝর্ণাধারার মত রচিত কবিতা
সাহিত্য জগতের অবিস্মরণীয়
বিচক্ষণ প্রতিভার পূর্ণ প্রকাশ।
তুমি শুধু শান্তি নিকেতনের নও
আজও বিশ্বব্যাপি শান্তির পতাকা
শুধু কাগজে-কলমে নও
তোমার জন্য প্রতিটি হৃদয়ের
কী অপূর্ব! উচ্ছ্বসিত প্রসংশা ।
তুমি পৃথিবীর অলৌকিক পুরস্কার
কী অসম্ভব অনুভূতি!
তুমি ইন্দ্রনীল!
যদিও তোমার ইন্দ্রপাত-
তবুও আপেক্ষিক!
তোমার অক্ষয় দেবমায়া-
তুমি হৃদয়ের ইন্দ্রালয়ে শ্রেষ্ঠ সৃষ্টি!
তুমি স্রষ্টার সযত্ন বিন্যাস
তুমি কালজয়ী, বিশ্ব বিখ্যাত!
কলমে: মো. তাজুল ইসলাম সোহাগ, টিভি ও বেতার সংবাদ উপস্থাপক।