
বাংলাদেশের গ্রাম
বাংলাদেশের সবুজ ছবি
নেইতো সবার জানা
চক্ষু মেলে দেখতে কারো
নেইতো কোন মানা
সবুজ সবুজ বুক বিছানো ঘাস
কিষাণ ছেলের ঘাম ঝরানো চাষ
শস্য ফলায় যত্নে বারো মাস।
রাখালীয়ার আপন মনে গান
জুড়িয়ে যায় পল্লী মায়ের প্রাণ
পান্তা ভাতে সকাল কাটে ভালো
পায় ফিরে পায় জীবন যুদ্ধের আলো
শিশির ফোটায় সতেজ থাকে দেহ
মুক্তো হাওয়ায় সুস্থ্য থাকে কেহ
ঘাস ফড়িংয়ের ধূর্ত ছুটোছুটি
পাঠশালাটা যখন হবে ছুটি
খোকা খুকু শাপলা শালুক তোলে
আঁটি বেধে সব তুলে নেয় কোলে
জোৎস্না আলোয় গল্পে কাটে রাতে
তারায় যেন মুক্তেণ করায় গাঁ-তে
মনটা নাচে হাওয়ায় হাওয়ায় খুব
স্বপ্ন ভরা রাজ্যে দেয় রোজ ডুব
বাংলাদেশের গ্রামখানি এমন
শুনে তোমার ভাবতে লাগে কেমন?
নিশ্চয়ই গেছো কল্পনাতে উড়ে
হোকনা গ্রাম দূরে বহু দূরে।
লেখক: জাকারিয়া আজাদ, কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক