
বছরে ৫০ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার
মেধা থাকলে এখন থেকে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না বলে নিশ্চিত করতে কাজ শুরু করেছে সরকার।
এরই অংশ হিসেবে বছরে প্রায় ৫০ লাখ শিক্ষার্থীকে ১ হাজার ২০০ কোটি টাকা বৃত্তি দেবে সরকার। এর মধ্যে ২০ লাখ ছাত্র ও ৩০ লাখ ছাত্রী থাকবে।
১৯ জুন রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।
টাকার অভাবে সুযোগবঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে ২০১২ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়।
ট্রাস্টের টাকা থেকে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসার জন্য অনুদান দেয়া হয়।
২০২১-২২ অর্থবছরে মাধ্যমিক পর্যায়ের ৪০ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ৬৭৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮ লাখ ৮২ হাজারের শিক্ষার্থীর মধ্যে ৪৫০ কোটি ৩০ লাখ টাকা বিতরণ করা হয়।
এ ছাড়া স্নাতক পর্যায়ে ১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে ৭৪ কোটি ৮২ লাখ টাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতে ৫০৫ শিক্ষার্থীর মধ্যে ৩১ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হবে।