
প্রেম সাগর
প্রেম সাগরের জলস্রোতে
আমাদের আছে ছোট্ট একটা তরী
সেই তরীতে দিবো হাজার বছর পারি।
সাগরের আছে যত বড় বড় ঢেউ
আর যত বড় বড় মাছ এবং প্রাণি
কেউ বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না শুধু এতোটুকুই জানি।
তরী চলবে দুর্বার গতিতে পেছনে ফেলে সব,
প্রেম প্রতিযোগিতায় এগিয়ে থাকবো যদি কৃপা করেন রব।
আমরা করবো সাগর শাসন আমাদের রীতিতে,
সবকিছুই পরাস্ত হবে আমাদের প্রেম শক্তির ভীতিতে।
এই দুনিয়া করবো শাসন শুধুই প্রেম দিয়ে,
স্মরণীয় হয়ে থাকবো সকলের ভালবাসা নিয়ে।
তরী চলবে দুর্বার গতিতে অনন্ত কাল ধরে, আমরাও চলবো একই গতিতে সময়ের সাথে তাল মিলিয়ে।
প্রেম সম্রাজ্যের অধিপতি হবো সকল প্রেমিকের প্রীতিতে।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি, আছে বিশ্বাস শুধু এই নীতিতে।
আমরাই হলাম সকল প্রেমিক-প্রেমিকার সেরা।
তাই প্রেম ছাড়া আমি নেইনা অন্য কোন প্যারা।
প্রেম সাগরের রাজত্বে আমি এক মাহাত্রাস,
আমিই নাবিক, আমিই সৈনিক, আমিই প্রেমিক রাজাধিরাজ।
কলমে: সাইফুর রহমান সিফাত, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজ কোর্ট।