
প্রতি ১০ তলা ভবনে অন্তত ১ ডজন সাদিয়া!
নেটিজেনরা বলেন, ফেসবুকে যতো মেয়ে আছে তাদের অর্ধেক নাম সাদিয়া। আর নামের সাথে এঞ্জেল আছে অন্তত ১৫ শতাংশের।
এতো গেলো নেটিজেনদের কথা। সম্প্রতি দেশে জনশুমারি ও গৃহগণনা শুরু হয়েছে। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে এই কার্যক্রম শুরু হয়েছে।
ডিজিটাল পদ্ধতিতে করা হলেও বাসায় বাসায় গিয়ে নাম, পরিবারের সদস্য সংখ্যা, পেশা, বয়স ইত্যাদি জানতে হচ্ছে মাঠ কর্মীদের।
এই মাঠকর্মীরা জানালেন একটি অদ্ভুত তথ্য। বললেন প্রতিটা ভবনেই অন্তত কয়েকজন সাদিয়া রয়েছেন।
বর্তমানে একটি ৮ বা ১০ তলা ভবনে অন্তত ১ ডজন সাদিয়া পাওয়া যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জরিপকারী বলেন, ‘সকাল থেকে ত্রিশটা বাসায় গেলাম।’
‘২৮ টা বাসায়ই কোন না কোন সাদিয়া আছে। একই ঘটনা সত্য বাকি মাঠকর্মীদের বেলায়ও।’
মজার ব্যপার হচ্ছে এই জরিপকারীদের মধ্যেই অনেকের নাম সাদিয়া। ব্যপারটি বেশ হাস্যরসের সৃষ্টি করেছে।
তবে মাঠকর্মীরা শুধু সাদিয়া নয়, একই পদ্ধতিতে নাজমুস সাকিব, জারিন তাসনিম, আনিকা তাবাসসুম নামের আধিক্যের কথা।
জিয়াউল হক (৪০) নামের একজন ফিল্ড ওয়ার্কার বলেন, ‘প্রত্যেক বাসার ফর্ম ফিলাপের আগে চোখ বন্ধ করে এই নামগুলো লিখে ফেলি।’
‘জানি কেউ না কেউ থাকবেই! মাঝেমাঝে ভাবি এই নামের কী এমন ফজিলত যার জন্য ঘরে ঘরে এদের পাওয়া যায়…’