
প্রতিবাদ
প্রতিবাদ
আমি লিখতে চাইলে রক্তে
রন্ধ্রে সুরে আসে প্রতিবাদ
আমি ভাঙতে চাই ঐ ষড়যন্ত্রের
দূর্গ করিতে নস্যাৎ।
কেন উদগ্রীব উৎকণ্ঠে
এখনো কাটাবো রাত
কেন নিজে বাঁচার দোহাই
দিয়েই খুলে দিবে তারা বাধ।
যদি এত দুর্ভোগ ঢেলে দিয়েও
হতে পারে তারা ধন্য
তবে কি করে বলি পূর্বেররাই
খারাপ বলি তারা জঘন্য।
করিতে পারি না বিদ্রোহ আমি
কণ্ঠ করেছ রোধ
সময় হলেই এজাতি নিবে
সেদিনের প্রতিশোধ।
কলমে: মোঃ জুয়েল মিয়া