প্রকাশের ২০০০ বছর পর বই বিক্রির রেকর্ড

প্রাচীন রোমান সম্রাটদের জীবনধারা নিয়ে লেখা একটি বই বেস্টসেলার বা বিক্রির রেকর্ড গড়েছে। সানডে টাইমস হার্ডব্যাক নন-ফিকশনের বেস্টসেলার তালিকায় যুক্ত হয়েছে বইটি। এর মধ্য দিয়ে ঐতিহাসিকভাবে সাহিত্যে বিরল কৃত্তিত্ব অর্জন করল রোমান বইটি।

দ্বিতীয় শতাব্দীতে দ্য লাইভস অব দ্য সিজারস’ (সিজারদের জীবনযাপন) নামে ল্যাটিন ভাষায় বইটি লিখেছিলেন রোমান ইতিহাস লেখক সিওটোনিয়াস, যা পরবর্তীতে ইতিহাসবিদদের মাধ্যমে রুপান্তরিত হয়ে এর নাম হয় ‘ দ্য রেস্ট ইস হিস্ট্রি।

বইটির ইংরেজি অনুবাদ করেন টম হল্যান্ড। প্রথমবারের মতো প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ক্লাসিকের এই বইটি হার্ডব্যাক ক্লাসিকের নন-ফিকশন বিভাগের বেস্টসেলার তালিকায় উঠে আসলো।

দ্বিতীয় শতাব্দীতে লেখা গ্রিক বই ‘দ্য লাইভস অব দ্য সিজারস’, ছবি: চিজ বার্গার

১২ জনের জীবনী সম্বলিত এই বইয়ে রোমার শাসক ও যোদ্ধা জুলিয়াস সিজার ছাড়াও প্রথম ১১ জন রোমান সম্রাটের শাসনের বিস্তারিত বর্ণনা রয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক অন্তর্দৃষ্টি, ব্যক্তিগত কেলেঙ্কারি ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে বইটিতে।

বইটির বেস্টসেলার মযার্দার প্রাচীন রোমের প্রতি নতুন করে আকর্ষণের কথা ফোটে উঠেছে। একই সঙ্গে রোমান সংস্কৃতির প্রতি আগ্রহের নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন এর ইংরেজি অনুবাদক টম হল্যান্ড।

সূত্র: গ্রিক রিপোর্টার ও চিজ বার্গার