
পরিবেশ নিয়ে সব সময় সচেতন সালমান খান
পরিবেশ নিয়ে বরাবরই সচেতন বলিউড সুপারস্টার ও ভাইজান খ্যাত সালমান খান। পরিবেশের দিকে আলাদা টান আছে এই নায়কের।
প্রতিটি গাছ প্রতিটি মানুষকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, তাই গাছ বাঁচানো সবার দায়িত্ব বলে মনে করেন তিনি।
সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে তার আগামী ছবির শুটিং করছেন সালমান। এরই পরিবেশে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে যোগদান করেন ভাইজান
গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ ৫.০ নামে সেই অনুষ্ঠানে সালমান খানের সাথে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ এবং গ্রিন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা জে সন্তোষ কুমার।
এই মেগাস্টার এর উপস্থিত থাকার পাশাপাশি তার চলমান সিনেমার অন্যান্য কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।
এদিন সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে নিজের হাতে চারা রোপণ করেন সালমান খান।

অনুষ্ঠানে সালমান খান বলেন, ”প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচির দায়িত্ব নিতে হবে। গাছ বড় না হওয়া পর্যন্ত চারার পর্যাপ্ত পরিচর্যা করতে হবে। ”
“নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও বন্যায় মানুষের অপরিসীম ক্ষয়ক্ষতি হয়। এসব ক্ষতি রোধের সহজ সমাধান হচ্ছে ব্যাপক বৃক্ষরোপণ করা।”
বৃক্ষরোপণ কর্মসূচির মতো বড় কাজ হাতে নেওয়ার জন্য সালমান সাংসদ সন্তোষের ভূয়সি প্রশংসা করেছেন।
নিজের ভক্ত ও অনুগামীদের গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জে যোগ দিতে এবং বৃহৎ পরিসরে চারা রোপণের আহ্বান জানান সালমান খান।
সন্তোষ কুমার গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জে যোগ দেওয়ার জন্য সালমানকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ গ্রহণ করার জন্য বলিউড তারকাকে ধন্যবাদসহ তার প্রশংসা করেন।
এই বলিউড তারকার চারা রোপণের উদ্যোগ অবশ্যই তার কোটি কোটি ভক্তকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন পরিবেশবাদীরা।