
পরশ্রীকাতর
পরশ্রীকাতর
অন্যের সুখ দেখিয়া যাহাদের
সর্বাঙ্গ জ্বলে
হিংসুক তাহারা, নীচ তাহারা
কর্ম ফলে বলে।
সুখ তাহারা খুঁজিয়া বেড়াঁয়
পরশ্রীকাতর হয়ে।
কত যে কাতর অন্যের ভালে
তুমি বুঝিবে কিসে?
জ্বলিয়া পুড়িয়া নিঃশেষ তাহারা
আনন্দ অশ্রু দেখে।
শত সুখ তুমি তাহাদের দাও
যত না তাহারা চায়
আনন্দ অশ্রুতে
তাহাদের হৃদয় বার বার ভরিয়ে দাও।
অল্পে তুষ্টি শাস্ত্রে বলে
আমাকে রাখিও প্রভু।
অন্যের ভালোই খুশি হই যেন
পরশ্রীকাতর নই।
হাত জোড়ে দোয়া করি প্রভু
সবার ভাল হোক
অন্যের সুখে পুলকিত হই
এই প্রার্থনায় রই।
কলমে: পদ্মরাজ , লেখক, কবি সাহিত্যিক ও ব্যাংককার