
নেটা দুনিয়ায় ভাইরাল ওয়াসিম আকরাম ও রবি শাস্ত্রী
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সাথে দারুণ সম্পর্ক পাকিস্তানের কিংবদন্তি ও দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের।
তারা একে অপরের বেশ ভাল বন্ধু। এই মুহূর্তে আকরাম ও শাস্ত্রী দু’জনেই রয়েছেন ব্রিটেনের রাজধানী লন্ডনে।
ক্রিকেটের” আতুঁর ঘর খ্যাত লডর্সে দেখা হয় দুই জনের।
রবি শাস্ত্রী ২৬ জুন সামাজিক মাধ্যম টুইটারে সেই ছবি শেয়ার করেছেন ‘শাজ অ্যান্ড ওয়াজ’ (Shaz And Waz) ক্যাপশন দিয়ে।
শাজ হলেন শাস্ত্রী ও ওয়াজ হলেন আকরাম।
ঘটনাচক্রে শাস্ত্রীর সাথে ওয়াসিম আকরামের দেখা হয়েছিল ও্ইদিন।
৮৩-র বিশ্বকাপ জয়ের ৩৯ তম বার্ষিকী উপলক্ষ্যে রবি শাস্ত্রী ফিরে গিয়েছিলেন লর্ডসের বারান্দায়।
ঐতিহাসিক এই বেলকোনিতে দাঁড়িয়ে কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ হাতে তুলেছিল।
অন্যদিকে ওয়াসিম আকরাম একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন লর্ডসে।
ওয়াসিম আকরাম খেলেছিলেন জস বাটলারদের সঙ্গে। বাটলারের সঙ্গে তিনি ছবিও শেয়ার করেন।
তারকা খেলোয়াড়দের ওই ছবি মুহুর্তের মধ্যেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।