
না বলা কথা
রুমী খান
তোমার না-বলা কথাগুলো-
হয়নি শোনা!
আমি বার বার ভাবি –
ফিরে যাব এক বার!
মধ্য রাতের নিস্তব্ধতা ভেঙ্গে-
ভাঙ্গা-চোরা অলি-গলি ফিরে-
পেরুবো তোমার উঠোন-
শুনবো মুগ্ধ-বিস্ময়ে-
তোমার না বলা কথা!
কখনো-বা ভাবি নয়তো-
আমার চির বিস্ময়ে-
থাকুক অটুট!
তোমার না বলা কথা শুনিনী-
হয়তো শুনবো না কোনদিন
ফিরবো না কোনো বাঁকে-
বন্ধু আমার থাকুক-
আমার চির বিস্ময়ে!!
লেখক: সুইডেন প্রবাসরত কবি ও আবৃত্তি শিল্পী