নারী-পুরুষের পোশাকের খোঁজখবর

ঈদ এলেই কেনাকাটার ধুম পরে যায় বাংলাদেশসহ মুসলিম বিশ্বে। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউজে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ঈদের পোশাক সরবরাহ করে দেশের নানা প্রতিষ্ঠান।

চলুন দেখা নেয়া যাক ফ্যাশন হাউসগুলো কেমন পোশাক সরবরাহ করে থাকে।

সারা:

‘মুঘল’ থিমে ঈদ পোশাক এনেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। মূলত বাংলাদেশের মুঘল সময়কাল এবং বর্তমান আধুনিকতার এক মেলবন্ধনে এবারের সারা’র ঈদ আয়োজন করা হয়েছে। মুঘল ও আধুনিকতার মিশেলেই সারা’র ঈদ আয়োজনের মোটিফ এবং প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে।

স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে পোশাকের মোটিফ আনারকলি, সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আনইস্টিচ লন, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান, শাড়ি এবং ডেনিম এর কালেকশন থাকছে মেয়েদের জন্য।

ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামাসহ আরও অনেক কিছু। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে এবারের সারা’র ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ।

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অনেকেই পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীদের রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড রাখা হয়েছে।

কিউরিয়াস:

এই ঈদে বিখ্যাত ‘ওয়াজেদ আলী শাহ পাঞ্জাবি অনসম্বল’ নিয়ে এসেছে কিউরিয়াস। এসব পাঞ্জাবিতে সূচিকর্মের মাধ্যমে পুরনো মোটিফগুলোকে চিত্রিত করা হয়েছে। হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি ও ‘আডামো’ পাঞ্জাবির সংগ্রহকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

নারী-পুরুষ উভয়ের কেনাকাটার আয়োজন রেখেছে লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস। ঈদে পোশাক কেনাকাট নিয়ে চিন্তা না করে কিউরিয়াসে কিনতে চলে যেতে পারেন।

রঙ বাংলাদেশ:

পাখির রঙ থিমে ঈদ সংগ্রহ সাজিয়েছে রঙ বাংলাদেশ। রংধনুর প্রতিটি রঙই আছে পাখিদের শরীরে। কখনও একরঙা, কখনও একই রঙের নানা শেড আবার কখনও বহু বর্ণে নান্দনিক তারা। এসব রঙই এবার উঠে এসেছে পোশাকে।

রঙ বাংলাদেশের পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাংস্কৃতি আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। সব মিলিয়ে ক্রেতাদের মনযোগের চেষ্টা করছে সংস্থাটি।

লা রিভ:

অন্যান্য বছরের মতো এবারও লা রিভের ঈদের কালেকশন থিমের নাম রিলিজ। উজ্জল কমলা বা জুসি অরেঞ্জকে কোর কালার ধরে অন্যন্য শেডগুলো বাছাই করেছে লা রিভ। থাকছে লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাস। ঐতিহ্যবাহী মসলিনের মত স্বচ্ছ কাপড়ে হাতের কাজ করা হয়েছে নার্গিসাসের পোশাকগুলোতে।

ব্যাং:

ঈদ উপলক্ষে পোশাকে শতকরা ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ফ্যাশন হাউস ব্যাং। এই ছাড় চলবে স্টক থাকা সাপেক্ষে। ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, থ্রি কোয়ার্টার পাওয়া যাবে এই ফ্যাশন হাউসে।

নতুন ও ফ্যাশনেবল ব্যক্তিদের পছন্দের তালিকায় থাকে লাইফস্টাইল ব্র্যান্ড ব্যাংয়ের পোশাক। এটি দেখতে সুন্দর ও দীর্ঘ দিন ব্যবহারের পরেও কোনো ধরনের ক্ষতি হয় না। তাই অনেকে বার বার ব্যাংকে ঝুঁকেন।

ইজি:

অনেক ধরনের নতুন ডিজাইনের কালারফুল ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পলো-শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউস ইজিতে।

ঈদ বা যে কোনো উৎসব ছাড়াও লাইফস্টাইল এই ব্র্যান্ডটিতে আগ্রহ দেখা যায় তরুণ-যুবকদের বিশেষ করে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের প্রথম পছন্দ থাকে ইজির টি-শার্ট।

এর বাইরেও আরও অনেক লাইফস্টাইল ব্র্যান্ড ঈদের পোশাক সরবরাহ করে থাকে। ঈদের আর কয়েকদিন বাকি থাকতে প্রায় সবগুলো ফ্যাশন হাউজেই কেনাকাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে।