
নারী নাকি শক্তি
নারী নাকি শক্তি
নারী নয় যেন শক্তি
কমল নয় কঠিন!
তুমি দুর্জয়
তুমি দুর্গম।
তুমি কখন কমল
কখন তুমি স্নেহসিক্ত
তুমি মাতা তুমি ধন্য।
তুমি অগ্নীময় রুদ্ধস্বর
তুমি অগ্নীময় ফাগুন
তুমি চিত্রময় বিচিত্র আলো।
তুমি মরুভূমির মরীচিকা
তুমি কচুপাতায় জমে থাকা
শিশির জল
শতমারী ভিজিয়ে দাও
করো পরিমল।
তুমি নারী নও তুমি শক্তি
তুমি জল নও তুমি তুষার
তুমি সংগীতের মর্সিয়া।
তুমি বাধ্যযন্ত্রের সুর
তোমার নাচের তালে
উন্মাদ ধরিত্রী
তুমি নারী নও, তুমি শক্তি।
তুমি গড়েছ সভ্যতা
তুমি কল্যাণীয়ু
কে বলে তুমি নারী?
তুমি নারী নও, তুমি প্রেরণা
তুমি শক্তি, তুমি সুরের বীণা।
কলমেঃ পদ্মরাজ