
দড়িকান্দি আমার গ্রাম
দড়িকান্দি আমার গ্রাম
যেদিকে তাকাই ভাই
আমার গ্রাম দেখিতে পাই
আকাশ প্রাণে চেয়ে দেখি
গায়ের সব নীল
আকাশের গায়।।
নদীর জলে
তাকিয়ে দেখি
গায়ের সব মায়া
লুকিয়ে রেখেছে
নদীর বুকে
তীরে একা আমি।।।
পূর্ব দিকে
তাকিয়ে দেখি
সবুজ শ্যামল গ্রামের
মেঠো পথে রমনীর
চলে যাওয়া
কলসি কাঁধে চাপা।।
আমি বলি গ্রামের পথে
নিজেকে হারাতে হয়
শুধুই প্রকৃতির প্রেমে
পথহারা হয়ে নয়।।
তুমি আসিবে
আমার গায়ে
সোজা পথ
প্রাণের পথ
তোমাকে বরণ
করে নিবে
আমার বন্ধু স্বজনে
আমিহীন জগতেও।।
তুমি দেখিবে
আমার গায়ের মানুষ
কত সহজ সরল
ভালবাসার উপমা।।
আমি আজও তাই
ভুলিতে পারি না
আমার গ্রাম
দড়িকান্দি যার নাম।।
কলমে: মোহাম্মদ মাসুদ কামাল, দড়িকান্দি গ্রামের সন্তান ও সৌদি আরব প্রবাসী। কুমিল্লা জেলার তিতাস উপজেলার একটি গ্রাম দড়িকান্দি।