
তোমার তুলনা শুধুই তুমি
তোমার তুলনা শুধুই তুমি
নিজেকে কতটা উজাড় করে দিলে
ঠিক তোমাকেই পাওয়া যায়?
তোমার মতো বলে হয় না কিছু,
আমার যে ঠিক তোমাকেই চাই।
তোমার তুলনা আমি খুঁজি না কখনো,
বহু ব্যবহার করা কোনো উপমায়
গীতিকার চর্চিত শব্দের ফেনায়,
তোমার তুলনা শুধু তুমি নিজেই।
তোমার ভালোবাসার মায়াবী মহিমায়
সৃষ্টি করেছো আমায়,
আমার কবিতার সকল উপমায় তাই –
তোমাকেই দিয়েছি ঠাঁই।
রাতের বাহারি চাঁদে, আফিমে গোলাপে
হারমোনিয়াম টানা সুরেলা প্রলাপে
অথবা তবলা ঠেকা ‘তেরে-কে-টে-তি-না’
তোমার তুলনা শুধুই তুমি।
আকাশে আষাঢ় মেঘে বৃষ্টির তোড়ে
ভৈরব রাগীনির সুরে,
সেতারের সুরধ্বনিতে
শিল্পী যিনি হোন,
চেনা বা অচেনা-
তোমার তুলনা কোনোদিন জানবে না।
তোমাকে সৃষ্টির সৌভাগ্য আমার নেই,
পড়ার হয়তো আছে,
আবিল বিদেশী ছবির শটের পরতে
অনাবিল বাংলার স্বকীয় শরতে
সোনাটা খেয়ালে, রবি ঠাকুরের গানে
বড়ো বড়ো শিল্পীর রঙ-তুলির
অপার মুগ্ধতায় আমি শুধু তোমাকেই দেখেছি।
তোমাকে কবিতায় বর্ণনা করার
এতো চয়ন কই?
আমার কবিতার সকল উপমা,
সকল পংক্তিতে তাই
তোমাকেই দিয়েছি ঠাঁই।
