
চাওয়া পাওয়া
চাওয়া পাওয়া
জীবনে যা কিছু চাওয়া সবই তার যায় না পাওয়া
চাওয়া টুকু পূরণে তবু প্রাণ পণ লড়ে যাওয়া !
কিছু তার মিলবে জেনো বহু কাঠখড় পুড়িয়ে
কিছু এসে অনায়াসেই এ হাতে যাবে জড়িয়ে,
কিছু তার রয়ে যাবে ধরা ছোঁয়ার বাইরে
পাবো না জেনেও তবু অকারণ চাই রে,
পেয়ে গেলে কিছু তার কমে যায় মূল্য
না পেলে তখন তা চাঁদ সমতুল্য,
দু’য়ের মাঝে যে ব্যবধান বাড়ে
অবুঝ মন সইতে না পারে
শিকল পরা ইচ্ছের পায়
স্বপ্ন অধরা রয়ে যায়
অশ্রু লুকিয়ে চলায়
ভাল আছি বলায়
খুঁজে নেয়া সুখে
সহাস্য মুখে
এই আমি
আমার
আমি
সে।
একটি অন্য রকম কবিতা। লাইন সংখ্যা ২০। প্রথম লাইনে বর্ণ থাকবে ২০টি। তার পরের লাইনে ১৯টি। তারপরের লাইনে ১৮টি।
এভাবে ক্রমান্নয়ে একটি করে বর্ণ কমাতে হবে। ২০ তম মানে শেষ লাইনে অক্ষর ১টি থাকতে হবে।
সেই সাথে থাকতে হবে ছন্দের মিল। কবিতাটা উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে পড়া যাবে।
আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।
কলমে: শামীমা আফরোজ লতা, সাহিত্যিক লেখক ও কবি, অথর ও গ্রুপ এক্সপার্ট, সাহিত্য সংস্কৃতি কথা।