
কুরবানীর ঈদ
কুরবানীর ঈদ
কুরবানী নয় পশু মারা
নিজ আত্মাকে শুদ্ধ করা
অনেক টাকায় গরু কিনে
কুরবানী নয় গর্ব করা।
কুরবানী নয় হেলা ফেলার
নয় কোনো তুচ্ছ ইবাদত
ছিল তাহা সকল জাতির
পয়গম্বর নবীদের সুন্নত।
প্রভুর কাছে যায় না রক্ত
নেন না তিনি গোস্ত
নিয়তটা হলে তা ত্যাগের
তাতেই তিনি তুষ্ট।
কুরবানিতে হাবিল
পেল তাহার প্রতিদান
ইব্রাহিম ও ইসমাঈল
পেলেন মর্যাদা সম্মান।
শরিকে করবো যারা
থাকবো সতর্ক
সামান্যতেই হতে পারে
সকল চেষ্টাই ব্যর্থ।
দুস্থ গরীব আত্মীয়দের
আছে তাতে ভাগ
সবার মনের আনন্দে
আজ গ্লানি মুছে যাক।
সকল বিভেদ ভুলে গিয়ে
হই মোরা একাকার
জিলহজের ঐ ১০ তারিখ
ত্যাগের ঈদুল আজহার।
কলমে: মোঃ জুয়েল মিয়া