
ওমরাহ ভিসা পাওয়া যাবে মাত্র ২৪ ঘণ্টায়
মুসলিম উম্মাহর জন্য সুসংবাদ এনেছে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ। ঝুট ঝামেলা ছাড়াই সহজে ওমরাহ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের আবেদনের জন্য ইলেকট্রনিক ভিসা প্রসেসিং অ্যাপ (ই-ভিসা) চালু করেছে সৌদি আরব।
এখন থেকে কোনো এজেন্সির সহায়তা ছাড়াই যে কোনো মুসল্লি ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন।
৪ জুন সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ অ্যাপ চালু করেছে। আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাবেন মুসুল্লিরা।
এ অ্যাপের মাধ্যমে ওমরাহ যাত্রীরা যে কোনো অঞ্চলে ভ্রমণ, আবাসন খুঁজে পাওয়া ও পরিবহন ব্যবস্থা নির্ধারণের মতো অন্য সুবিধাও পাবেন।
করোনা মহামারীর জন্য অনেকটা স্থবির হয়েছিল হজব্রত পালন করা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এমন আধুনিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বলে রাখা ভালো, চলতি বছর ১০ লাখ মানুষ হজ পালন করবেন। এর মধ্যে ৮ লাখ বিদেশি ও ২ লাখ সৌদি আরবের স্থানীয় মুসুল্লি।
ওমরা (আরবি: عمرة) একটি ইসলামি তীর্থযাত্রা। বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে ওমরা করতে হয়। ওমরা বছরের যেকোন সময় করা যায়।
আরবি ভাষায় ওমরা শব্দের অর্থ হল জনবহুল স্থানে ভ্রমণ করা। তবে বছরের নির্দিষ্ট সময় একটি হজ করতে হয় সেটিকে বড় হজ বলে।