
আমাদের গল্পটা
আমাদের গল্পটা
আমাদের ভালবাসার গল্পজুড়ে
যতদূর চোখ যায়,
পূর্ণতার সীমাহীন সময়ের মাঝে
কোথাও বিচ্ছেদ নাই।
ভিড়ের এই শহরের দেয়ালগুলো জানে –
জানে ওই প্রভাতী ট্রেনের ডাক,
সাক্ষ্য দেয় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট
জানিয়ে দেয় যেন-
স্মৃতিচারণে জমে থাকা,
আমাদের সেই গল্পটা।
তবু এই শহরের গল্প জানে
ধূসর মেঘের কোনো-এক সন্ধিক্ষণে ;
তোমার আমার সেই গল্পটা
কিভাবে আমাদের গল্প হয়!
গোধূলির ফিরে আসা সন্ধিক্ষণে,
নিয়ন আলো কিংবা সোডিয়ামে
জানে ঐ লিফটের অপেক্ষমান দরজা ;
গোলাপি দেওয়ালের কাব্যে কত না কথা!
পাশের ওই জানালার অসীম আকাশে
অপেক্ষমান দুটি পাখির তীব্র পিয়াসে,
কোন এক ‘অবেলার গল্প’ জানে
সকল ভুল উচ্চারণে –
তুমিই ছিলে আমার সকল অভিমানে।
কখনো অফিস ডেস্কের ফাইলের আবডালে,
কিংবা প্রিয় দুই কলিগের চক্ষুর অন্তরালে,
জমে উঠতো আমাদের
না বলা কত না কথা –
কখনো বা হয়ে উঠতো,
তুমি, আমি ও আমাদের কবিতা।
তবুও এই শহরের অলিগলিতে
নিয়ন আলো ”আবির রাঙা” সন্ধ্যার, সন্ধিক্ষণে –
তুমি ছিলে আমার কাব্যের সকল পংক্তিতে,
পাঁচমিশালী মনের রঙে রাঙানো –
কবিতায় রচিত আজ,
তুমি,আমি ও আমাদের গল্পটা।
