
আমাদের গল্পগুলো
আমাদের গল্পগুলো
আমাদের গল্পগুলো –
স্বপ্নের রং এ রং মাখালো,
সে যেনো রূপকথা কোন
কাটিনি যার রেশ এখনো ;
চোখ বুজলেই ধরা দেয় যা
আমার স্বপ্নের ছবির মতোন!
সেই গল্পে – ঘিরে ছিল কত না অদেখা স্বপ্ন,
নিস্তব্ধতা ছিল ঝুম বৃষ্টির মত,
দ্বিধাদ্বন্দ্বে টানাপোড়ন –
মেঘ জমেছিল মনে বহুবার,
মেঘের ওপারে চাঁদ ছিল খেয়ালি ভীষণ,
আর ছিল নীরবতা ভেঙে
শত কল্পনার ইতি টেনে
শুধু তোমায় ছুঁয়ে দেবার আয়োজন।
তারপর…..!
তারপর আমাদের গল্পগুলো
খুব অল্প সময়ে ঘর পাতালো,
স্বপ্নগুলো পথ হারালো
শুধু তোমায় আমায় নিয়ে।
আমাদের গল্পগুলোর
হঠাৎ হঠাৎ বায়না ছিল,
আমার ইচ্ছের পূর্ণতা দিতে
তোমার সকল কষ্টের জলাঞ্জলি দিলে।
আমাদের ইচ্ছে ছিল,
হারিয়ে যাবো ইচ্ছে করেই
নিজেদের মন ভাঙাবো
নিজেরাই নেব জুড়ে।
আমাদের গল্পগুলোর –
লাগামছাড়া স্বপ্ন ছিল,
আবির রাঙ্গা ভোরের পরে,
চকচকে রোদে তুমি,
সাদা নীল মেঘের ভেলার মতোই
আমার স্বপ্নের আঙিনা জুড়ে
আমার দুয়ারে এসে দাঁড়ালে।
সব সম্পর্কের হয়তো হয় না নাম,
হয় তার বেনামী ঠিকানা,
অতীত বলে তুমি হবে না কখনো,
আমার জীবনে সর্বদা তুমি বর্তমান।
আমাদের গল্পগুলো –
খুব অল্প সময়ে ঘর পাতালো
জীবনের এ যেন এক নতুন অধ্যায়ের সৃষ্টি হল,
নতুন বানানের, নতুন ছন্দে –
প্রেম রোজ বসবে শব্দ,
আমাদের কবিতার খামখেয়ালীর সুরে।
সে যেন সত্যিই কোনো রূপকথা কোন,
কাটেনি যার রেশ এখনো!
পুরনো স্মৃতির অ্যালবামের ভিড়ে ;
জানি তুমি ঠিক চিনে নিবে
একটা গল্প সযতনে।
কলমে: নিপুন দাস, শিক্ষিকা, কবি, লেখিকা, উপস্থাপিকা, আবৃত্তিশিল্পী ও চিত্র শিল্পী।