
আকাশ নীলে মেঘের কোলে
আকাশ নীলে মেঘের কোলে
আকাশ-নীলে মেঘের কোলে;
মেঘের কোলে আকাশ-নীলে!
কিসের আনা-গোনা;
কোনসে ভুলে এই অকূলে-
বাড়ায় যাতনা!
হায়রে বাড়ায় যাতনা!
তোমার বুকে সুখের দোলা-
আরেক বুকে না;
যার-যাতনা সেইতো জানে-
খবর অন্যে রাখে না !
ঝড়-তুফানের-দুয়ার খোলা-
অথৈ জলে গা;
ঢেউ কতটা আঘাত হানে-
কেউতো জানে না !
কলমে: সোহাগ রেজা, টিভি ও বেতার সংবাদ উপস্থাপক,গীতিকার বিটিভি ও বাংলাদেশ বেতার,কবি, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী ও বেতার ঘোষক।