
অভিভূত তোমাকে দেখে
অভিভূত তোমাকে দেখে
তোমাকে দেখার মধ্যেও
কিছু একটা থাকে; যা তুমিও বোঝ!
তোমার নির্লিপ্ত হাসিতে
সরল বাক্যে কিসের যেন মোহ!
ঠিক বলে বুঝাতে পারবোনা!
তুমি নীরবে বিলিয়ে দিতে চাও-
নিজেকে উজাড় কর অন্যের স্বার্থে
নিঃস্বার্থের স্থানে নিজেকে রাখ দৃঢ়!
তোমার দর্শনে যে মুগ্ধ না হয়;
সে সৌন্দর্যের মুগ্ধতা দেখেনি কখন!
তোমার আলাপনে যে গলে না যায়;
সে মধুরতা বোঝে না!
তোমার চোখের ভাষা
অন্য ভাষাকে সমৃদ্ধ করে !
আমার বিবেচনাবোধ তোমাকে স্বর্গে রাখে!
আমি অভিভূত তোমাকে দেখে !
দেখতেই চায় মন- তাই দেখে যাই
সারাবেলা আর সারাটাক্ষণ!
কবি: সোহাগ রেজা, টিভি ও বেতার সংবাদ উপস্থাপক, গীতিকার বিটিভি ও বেতার, কবি, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী ও বেতার ঘোষক ।