
অপলক দৃষ্টি
অপলক দৃষ্টি
আহা! কি মায়া ঐ দুটি চোখ
ক্রন্দন আঁখি একটু ঠাঁই চায়
অনাহারে শুকনো মুখ।
বাঁচিতে চায় বুভুক্ষু উদরে
কোলে নাও মা ; বাবাকে বুঝি এই দেখিলাম
খুঁজিয়া পাই না!
এতো পানি যারে ভাসাইয়া রাখিয়াছে
পান নাহি করা যায়।
ক্ষুধার জ্বালা সহিতে না পারি
একটু খাবার দাও?
ছল ছল চোখে মাতাজি কাঁদে
নীরব যন্ত্রনায়,
বুঝিতে না পারে বৃষ্টি স্নাতে
আঁখি জল বয়ে যায়।
বাবা মার ভিটে জলে নিয়ে গেছে
বোঝে না শিশু আজ
কি যে যাতনা করুন সাধনা
অক্ষির স্বপ্ন ম্লান।
কলমেঃ পদ্মরাজ
সিলেটের বন্যায় আহাজারীঃ-
“এতো পানি যারে ভাসাইয়া রাখিয়াছে
পান নাহি করা যায়।
ক্ষুধার জ্বালা সহিতে না পারি
একটু খাবার দাও?
ছল ছল চোখে মাতাজি কাঁদে
নীরব যন্ত্রনায়”